আমার কিছুই করার ছিল না।
লিখেছেন লিখেছেন রাফসান ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৮:০২ রাত
ফিলিস্তিনে যখন ইসরাইলিরা বোমা হামলা চালাচ্ছিল , ফিলিস্তিনিদের অন্যায়ভাবে উচ্ছেদ করল তাদের বাস্তুভিটা থেকে, তখন আমার বয়স কম । কিছু করার ছিল না ।
আমেরিকা যখন আফগানিস্তান আক্রমন করে বসল কারন এ জায়গাটা গুরুত্বপূর্ণ কৌশলগত কারনে , তখন আমার জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট , অন্য কিছু ভাবার সময় কোথায় ?
এরপরে আমেরিকা যখন মিথ্যে অজুহাতে ইরাক দখল করে নিল , আমার করার কিই বা আছে এত দূরের দেশ থেকে ?
কাশ্মীরে যখন মসজিদে গুলি করা হল , বিবিসি তে দেখেছি কিন্তু পাহাড়- পর্বত ডিঙ্গিয়ে কিভাবে যাবো ? আর আমি ত গুলি করতে জানি না ।
মিয়ানমারে যখন মুসলিম পুড়িয়ে মারা হল , তাদের বাড়িঘরেও দাউ দাউ করে আগুন জ্বলল , সেটা তো অন্য রাষ্ট্রে । আমরা তো ভাল আছি এখানে ।
এরপরে
এ দেশেই যখন ইসলাম ও নবীজিকে গালি দেয়া হোল আমি মনে মনে বললাম , ছোট লোকে কত কথাই ত বলতে পারে ।
আমার দেশেই যখন ইসলাম বিরোধীরা ইসলামের চিহ্ন মুছে দিতে চাইল , আমি বললাম , ধর্ম যার যার নিজের কাছে ।
এ দেশের রাজপথ যখন রঞ্জিত হল হাজারো ধর্মভীরু মুসলমানের রক্তে , আমি তখন কোমল বিছানায় চিত হয়ে নাক ডাকছিলাম । সকালে কানাঘুষা শুনেছি , কিন্তু বিশ্বাস করি নি । আর তাদের মেরে ফেললেও এতোজনকে মেরে ফেলার প্রশ্নই আসে না ।
আমি/আপনি/আমরা একটা ভীতুর ডিম , আসলে ভীতুর ডিম নয় , ডিমের কুসুম । একদিন আমার/আপনার বাসায় , আমার মা - বাবা কিনবা ভাইবোনের উপর কেউ অত্যাচার করতে গেলে আমি কোন পঙ্গু অজুহাত দেখিয়ে বসে থাকতে পারব না হয়ত । কিন্তু সাহসী হয়েও তেমন কিছু কি
আমি করতে পারব ? তারা একা নয়, খালি হাতেও নয় । তাদের অস্র , তাদের দলবদ্ধ অন্যায়ের বিরুদ্ধে আমি একা অসম সাহসী বীরপুরুষ হয়েও বা লাভ কি ? আমার জন্য আর কেউ আসবে না । যেমন সব কারন দেখিয়ে আমি আমার অন্য ভাইদের সাহায্যে সাড়া
দেই নি , আজ তারাও ঠিক একই রকম কারন দেখিয়ে দূরে বসে থাকবে । আমাকে হয়ত অসহায় একাকী দেখতে হবে আমার প্রিয় বাবাকে মাটিতে লুটিয়ে পরা , ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া আমার সন্তানের দেহ , আমার সামনেই আমার স্ত্রীকে ধরে নিয়ে যাবে পাশের
রুমে , তার চিৎকারে বিদীর্ণ হবে বাতাস আর গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া আমার ভাইয়ের দেহটি আমার কোলে হিম শীতল ।
ফিরে আসুন আপনার অর্থ -বিত্ত আর ভোগের জীবন থেকে । সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনাকেও বরন করতে হবে হয়ত তাদের মত ভাগ্য , আর সেই দুর্ভাগ্যের জন্য দায়ী আপনি নিজেই ।
জেগে উঠুন , মোকাবেলা করতে শিখুন অন্যায়ের , দখলকারীর , খুনির । চলুন আল্লাহের পথে,সত্য ও ন্যায়ের পথে , চির মুক্তির আশায় , চির শান্তির প্রতিশ্রুতিতে ।
নিশ্চয়ই আল্লাহ্ ভঙ্গ করেন না অঙ্গীকার ।
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন